ইসলামী শরিয়া আইন কার্যকর না হলে যুদ্ধ থামবে না: তালেবান

সরকারি বাহিনীকে হটিয়ে প্রতি দিনই নতুন নতুন এলাকার দখল নিচ্ছে তালেবানরা। যুদ্ধে নিহত হচ্ছেন বহু সাধারণ নাগরিক। এই পরিস্থিতিতে শান্তির খোঁজে নতুন করে বৈঠক শুরু করেছে দুই পক্ষই। আফগান সরকারি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সে দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শান্তি আলোচনা বিষয়ক কমিটির প্রধান আবদুল্লা আবদুল্লা। তালেবানের তরফ থেকেও কাতারের শান্তি-বৈঠকের কথা স্বীকার করা হয়েছে।

আজ শনিবার (১৭ জুলাই) কাতারের দোহায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের এই বৈঠক শুরু হয়েছে।

সংগঠনের মুখপাত্র মুহাম্মদ নাঈম বলেন, আফগানিস্থানে ইসলামী শরিয়া আইন কার্যকর না হলে যুদ্ধ থামবে না। দেশের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের জন্য আন্তরিক মনোভাব নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। কিন্তু এ ক্ষেত্রে সরকারকেও ইতিবাচক মনোভাব দেখাতে হবে।

আফগান সরকার জানিয়েছে, শান্তি আলোচনার অগ্রগতির স্বার্থে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হওয়া প্রয়োজন। পাশাপাশি শান্তি আলোচনায় সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে অন্তর্ভুক্ত করারও দাবি করেছে সরকারপক্ষ। আলোচনার টেবিলে অংশ নিলেও তালেবানের পক্ষে জানিয়ে দেয়া হয়েছে, দেশে শরিয়া আইন না ফেরা পর্যন্ত পিছু হঠার প্রশ্ন নেই।