আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

ফুটবল একটি দলগত খেলা। এটি বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও জনপ্রিয় খেলা। এই ফুটবলকে ভালোবেসে বিভিন্ন ধরনের ঘটনা তৈরী করছে সমর্থকরা। মাঝেমধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা যা ফুটবল প্রেমীদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর মোংলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মন্ডল খোর্দ্দরসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মন্ডল জানান, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন স্বপন মিয়া। দুপুরে স্বপন তার বাসার ছাদে উঠে রডের সঙ্গে পতাকা লাগাচ্ছিলেন। এ সময় রডটি বেঁকে গিয়ে পাশে থাকা ৩৩ হাজার কেভির বৈদ্যুতিক তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে জ্ঞান হারান স্বপন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে এক যুবকের মৃত্যুর কথা শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।