আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক

ফেইসবুক অথবা ফেসবুক বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেসবুক ইনক।

চলতি জুলাই মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে আড়াই কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট জমা করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রথমবার ভ্যাট রিটার্ন পেয়েছে ভ্যাট বিভাগ।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, ফেসবুকের পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ। সিটিব্যাংক এনএর মাধ্যমে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে বলে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি মাসে নিয়মিত করদাতা হিসেবে ভ্যাট রিটার্ন দিয়েছে ফেসবুক। নিবন্ধিত করদাতাকে লেনদেনের হিসাব জানিয়ে প্রতি মাসেই ভ্যাট রিটার্ন দিতে হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক। সুত্রঃ প্রথম আলো