ইনশাআল্লাহ, আর্জেন্টিনার জার্সি গায়ে ফাইনাল দেখবঃ মাহি

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত করেছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই জয়ে ফাইনালের টিকেটও হাতে পেয়েছে আলবেসিলেস্তেরা। আর্জেন্টিনার এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। আগামী রবিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে হাই ভোল্টেজের সেই ম্যাচ।

শিরোপার চুড়ান্ত লড়াইয়ের ম্যাচে ব্রাজিল ভক্তদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে মেসিদের সমর্থন দেবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাঁর পছন্দের দল জেতার পরই এমনই ঘোষণা দেন আর্জেন্টিনাভক্ত মাহি।

ফেসবুকে মাহি লেখেন, ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সাথে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুক ভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।

এই ম্যাচ দিয়ে ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালে শেষবার আর্জেন্টিনা খেলেছিল ব্রাজিলের বিপক্ষে। সে ম্যাচে স্মৃতিটা অবশ্য মোটেও সুখকর নয় আর্জেন্টিনার জন্য। সেবার মেসির আর্জেন্টিনা হেরেছিল ৩-০ গোলে।

চিত্রনায়িকা মাহিসহ সারা পৃথিবীর আর্জেন্টিনা ভক্তদের প্রত্যাশা এবারের ম্যাচটি দিয়ে আবারও কোপায় ব্রাজিলের বিপক্ষে জয়ের ধারায় ফিরবে আর্জেন্টিনা। অন্যদিকে টানা ১৯ টি ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হলে সংখ্যাটি হবে ২০।