কওমি মাদরাসায় স্থানীয়দের হামলা, শিশুসহ আহত ২০

হবিগঞ্জের মাধবপুরে একটি কওমি মাদরাসায় স্থানীয়দের হামলায় শিশু শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রহিমুনেছা দারুল সুন্নাহ কওমি হাফিজিয়া মাদরাসায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা সবাই মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে মাদরাসা কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়দের হামলায় আহতরা হলেন- শিক্ষক হাফেজ আব্দুল হান্নান (৩০), নসু মিয়া(৫৫), মাও. আব্দুল্লাহ, আবু রায়হান (৪০)। এ ছাড়া মাদরাসাছাত্র জাকারিয়া (১৬), সাকিব (১০), সিরাজুল ইসলাম (১২), আব্দুল কাইয়ুম (১৩), হৃদয় মিয়া (১৩), মাসুদ মিয়া (১২), সামি মিয়া (১০), নাঈম হোসেন (১১), রাব্বি (১০),মনির হোসেন (৮), আদিল মিয়া (১২), আরমান মিয়া (১২), ইমন মিয়া (১২), রোমান (৯), নাজু (১০), আমির হামজা (৬), ইকরাম হোসেন (১২), শাওন (৮), সবুজ ইসলাম (১১), জীবন (৮)।

মাদরাসার হেফজ বিভাগের সভাপতি ইবাদুর রহমান বিল্লাল বলেন, দীর্ঘদিন যাবৎ সেখানে স্থানীয় লোকজনের মধ্যে বিরোধ চলছে। বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।