কক্সবাজারে বন্যায় পানিবন্দি অন্তত ৩ লাখ মানুষ

চারদিন ধরে টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় পানিবনন্দি হয়ে পড়েছে অন্তত ৩ লাখ মানুষ। জেলার প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে গত দুইদিনের ভারি বর্ষণ আর পাহাড় ধসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে রোহিঙ্গাসহ ২০ জনের। এরমধ্যে টেকনাফে ৬ জন, উখিয়ায় রোহিঙ্গাসহ ৯ জন, মহেশখালীতে পাহাড় ধসে ২ জন ও ঈদগাঁওতে ৩ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিতে কক্সবাজারের ৪১৩ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫৫ হাজার ১৫০ পরিবারের ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি পড়েছে। জেলার ৭১ ইউনিয়ন ও ৪ পৌরসভার মধ্যে ৪১ ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা। প্লাবিত এসব এলাকায় ৩০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, প্লাবিত এলাকার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে ১৩৫ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরও ত্রাণ বরাদ্দ দেয়া হবে।