লকডাউন বাস্তবায়নের সময় পুলিশের ওপর হামলা, আটক ১৫

দিন যত যাচ্ছে ততই ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী করোনা ভাইরাস। লকডাউনে মানুষের বেপরোয়া চলাচলের কারণে দেশে করোয়া সংক্রমণ বাড়ছে। এখনই যদি করোনার লাগাম ধরে না রাখা যায় তবে ভবিষ্যতে দেশটি বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

নতুন খবর হচ্ছে, চলমান লকডাউনে সরকারি নির্দেশনাবলী প্রচারকালে চট্টগ্রামের চান্দগাঁওয়ে জানালী হাট রেলস্টেশন ৮ নম্বর পুলের গোড়া গলির মুখে কবির টাওয়ারের সামনে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। এসময় ইটের আঘাতে চান্দঁগাও থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহাম্মদ আহত হন। ভাংচুর করা হয় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা।

রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জানালী হাট রেলস্টেশন ৮ নম্বর পুলের গোড়া গলির মুখে কবির টাওয়ারের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মো. ইয়াছিন (১৯), মো. রায়হান (২০), মো. বাদশা (৩২), মো. বশির (৫৩), মো. আবদুল খালেক (৩৮), মো. রবিউল আলম (২৭), মো. সুমন প্রকাশ আনিস (২৭), মো. মুছা প্রকাশ ইয়াবা মুছা (৫১), সৈয়দ আকবর (৪২), মো. লিমন (২০), মো. খোকন (৪২), মো. ফারুক (৩৩), মো. ফারুক (৪১), মো. ইমন (১৯) ও মো. ভুট্টু (৩৭)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম বলেন, চলমান লকডাউনে সরকারি নির্দেশনাবলী প্রচারকালে দুর্বৃত্তরা পুলিশের কাজে বাধা দেয়। তারা কর্তব্যরত পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ভাংচুর করে। এতে পুলিশের এক এসআই গুরুতর আহত হয়েছেন।এ ঘটনায় জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।