কোপায় কলম্বিয়ার কাছে ২-০ তে হেরেছিল আর্জেন্টিনা

ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার ভোরে ৩-০ গোলে জিতেছে ১৪ বারের চ্যাম্পিয়নরা। এ ম্যাচেও উজ্জ্বল ছিলেন মহাতারকা লিওনেল মেসি। আগামী বুধবার (৭ জুলাই) কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ৪০তম মিনিটে দলপতি মেসির পাস থেকে ইকুয়েডরের জালে বল পাঠান রদ্রিগো ডি পল। দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের ৮৫তম মিনিটে, মার্টিনেজের পা থেকে। সেই গোলটিও এসেছে মেসির বাড়িয়ে দেওয়া বল থেকে।

অতিরিক্ত সময়ে ইকুয়েডরের ডি-বক্সের চেয়ে একটু বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেই ফ্রি-কিক থেকে ইকুয়েডরের জালে বল পাঠান মেসি। দুর্দান্ত এই পারফর্মের জন্য এই ম্যাচেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনি। এবারের আসরের ৫ ম্যাচে চারটিতেই ম্যাচসেরা হলেন মেসি। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

২০১৯ সালের কোপায় কলম্বিয়ার কাছে ২-০ তে হেরেছিল আর্জেন্টিনা। পরিসংখ্যানে অনেকটা এগিয়ে রয়েছে মেসির আর্জেন্টিনা। মোট ৪১ বারের খেলায় ২৩ বার জয়, ৯ বার ড্র আর পরাজয় হয়েছে ৯ বার।