সিরিজ জয়ের লক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হেসে খেলেই জিতেছিল বাংলাদেশ দল। রবিবার ফের মুখোমুখি হয়েছে দুদল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে জিম্বাবুয়েকে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলা হচ্ছে না ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমানের। জিম্বাবুয়ে দলে এসেছে দুইটি পরিবর্তন। রায়ান বার্ল ও টিমিসেন মারুমার জায়গায় একাদশে ঢুকেছেন সিকান্দার রাজা ও কামুনহুকাময়ে।

বাংলাদেশের একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।