টানা সর্বোচ্চ জয়ের ইতিহাস গড়লেন ব্রাজিলীয়ান কোচ

পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে ১-০ গোলে জিতে মহাদেশীয় আসরটিতে টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিল তিতের শিষ্যরা।

এই ম্যাচ জিতেই অনন্য এক রেকর্ড গড়লেন দলটির কোচ। পেরুর বিপক্ষে জিতে ফাইনালে নিশ্চিতের সাথে তিতের অধীনে কোপায় ব্রাজিলের টানা ১২তম ম্যাচে অপরাজিত থাকল। আর তাতেই ইতিহাসের পাতায় নাম তুললেন সেলেসাও কোচ।

দেশটির সাবেক কোচ কিংবদন্তি মারিও জাগালোর অধীনে এতদিন কোপায় ব্রাজিলের ১২অপরাজিত থাকাই ছিল সর্বোচ্চ। এবার তাকে ছোঁয়ার সুযোগ তিতের সামনে। তার অধীনে আগের ১১ অপরাজিতের মধ্যে ৯টিতেই কোনো গোল হজম করেনি সেলেসাওরা।

গ্রুপ পর্বে দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল। সেখানেও চিলির বিপক্ষে দশজনের দল নিয়ে চিলিকে ১-০ গোলে হারায় তারা। এবার সেমিফাইনালে পেরুর বিপক্ষে জয়ে তিতের অধীনে টানা দ্বিতীয় ফাইনাল খেলবে নেইমাররা।