দেশেই উৎপাদন হবে করোনা ভ্যাকসিন: শেখ হাসিনা

করোনাভাইরাসের মৃত্যু থাবা থেকে রক্ষা পাচ্ছে না কেহই। কিছু মানুষের স্বাস্থ্যবিধি না মেনে চলায় দিন দিন আরও ভয়ংকর হচ্ছে করোনা। এতে বাড়ছে সংক্রমন ও মৃত্যু ঝুকি। এখনই যদি করোনার লাগাম ধরে না রাখা যায় তবে ভবিষ্যতে দেশটি বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকা লাগুক সবার জন্য করোনা টিকা নিশ্চিত করা হবে। দেশেই করোনা ভ্যাকসিন উৎপাদন হবে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এক পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সঠিক দিক নির্দেশনা পেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যেকোন অসাধ্য সাধন করতে পারে। জনপ্রশাসন কর্মকর্তাদের জনসেবা করতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। আমরা যে ডিজিটাল ফ্লাটফর্মে কথা বলছি এটা জয়েরই চিন্তা। ডিজিটাল সেবার কারণে দেশের মানুষের জীবন অনেক সহজ হয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা।