পদ হারাচ্ছেন ওলি, নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন কে পি শর্মা ওলি। প্রধানমন্ত্রিত্ব হারালেন। পুরনো মন্ত্রিসভাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ওলির জায়গায় নেপালি কংগ্রেস প্রেসিডেন্ট শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রীর করার নির্দেশ দিল উচ্চ আদালত। নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা।

আজ সোমবার (১২ জুলাই) নেপালের নতুন প্রধানমন্ত্রী নিয়োগে এই যুগান্তকারী রায় প্রকাশ করেছে নেপালের সুপ্রিম কোর্ট।

মঙ্গলবারের মধ্যে কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার জন্য রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি চলেন্দ্রা শমশেরের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্য বিশিষ্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আগামী ১৮ জুলাই স্থানীয় সময় বিকেল ৫ টার মধ্যে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের একটি নতুন অধিবেশন আহ্বানেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুত্রঃ এনডিটিভি