পবিত্র হজ শুরু ১৮ জুলাই

প্রাণঘাতী করোনা সংক্রমণ থেকে হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে মসজিদুল হারামের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

গতকাল রবিবার (১১ জুলাই) মসজিদুল হারামে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেন দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করে শায়খ আল সুদাইস জানান, হাজযাত্রীদের নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষামূলক পরিবেশ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে প্রেসিডেন্সি বিভাগ ও বিশেষ নিরাপত্তা বাহিনী।

এ সময় শায়খ সুদাইস হজ ও ওমরার বিশেষ নিরপত্তা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ আল বাসামির সঙ্গে বিশেষ সাক্ষাত করেন। সেখানে মসজিদুল হারামের বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

করোনা সংক্রমণ রোধে চলতি বছর সৌদিতে অবস্থানরত ৬০ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। আগামী ১৭ জুলাই (৭ জিলহজ) থেকে হাজিরা মক্কায় নিজেদের আবাসনে আসা শুরু করবেন। ১৮ জুলাই (৮ জিলহজ) থেকে পবিত্র হজ শুরু হবে। এরপর ২২ জুলাই তিনদিন পর্যন্ত পবিত্র হজের কার্যক্রম পালন করবেন।

সূত্র: হারামাইন ওয়েবসাইট