পোশাক কারখানা খোলাঃ পায়ে হেঁটেই রাজধানীতে ছুটছে শ্রমিকরা

চলমান কঠোর বিধিনিষেধ এর মধ্যে পোশাক কারখানা আগামীকাল রবিবার (১ আগস্ট) খোলার ঘোষণায় সীমাহীন দুর্ভোগ মাথায় নিয়ে বিভিন্ন রুটে রাজধানী ঢাকার পথে ছুটছেন শ্রমিকরা।

আজ শনিবার (৩১ জুলাই) সকাল থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় রাজধানীমুখী পোশাক শ্রমিকদের ভিড় বাড়তে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস টার্মিনাল এলাকায় লোকে লোকারণ্য হয়ে পড়ে।

কোনো যানবাহন না থাকায় রাজধানী পর্যন্ত এতে দূরের পথ কীভাবে তারা পৌঁছাবে এ নিয়ে ক্ষুব্ধ তারা। একপর্যায়ে বরিশাল-ঢাকা মহাসড়কে চলাচালরত পণ্যবাহী ট্রাক যেতে বাধা দেন তারা। সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়টি সুরাহা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পোশাক শ্রমিকরা।

জানা যায়, খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পণ্যবাহী ট্রাকের চলাচল ব্যবস্থা করেন।

এ সময় পোশাক শ্রমিকরা জানান, সরকার পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১ আগস্ট উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। তাহলে আমরা এতদূরের পথ কীভাবে যাব? এ কারণে বৈরি আবহাওয়া উপেক্ষা করে আমাদের রাজধানীমুখী হতে হচ্ছে।