ফাইনালে ব্রাজিলের সঙ্গে রেফারিকেও হারালো আর্জেন্টিনা

ঠোঁটকাটা স্বভাবের জন্য সাবেক প্যারাগুইয়ান গোলরক্ষক হোসে লুইস চিলাভার্টের জুড়ি মেলা ভার। কোপা আমেরিকার ফাইনালের আগে যখন শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা, তখনই করে বসলেন আরেক বিতর্কিত মন্তব্য। জানালেন, শিরোপা জিততে হলে ব্রাজিলের সঙ্গে রেফারিকেও হারাতে হবে আর্জেন্টিনাকে।

নতুন খবর হচ্ছে, রবিবার (১১ জুলাই) মারকানায় কোপা ফাইনালে ব্রাজিলের সঙ্গে রেফারিকেও হারালো আর্জেন্টিনা। এবার ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা কাটালো আর্জেন্টিনা। রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানায় সেলেসাওদের ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনা। ম্যাচ শুরুর ২১ মিনিটে প্রথম গোল দিয়েছেন ডি মারিয়া। আর সেই গোলে নিজের মাটিতে হারিয়ে কোপা শিরোপা জিতলো আর্জেন্টিনা আর স্বপ্ন পুরন হল মেসির।

তিনটা কিংবা চারটে ডিফেন্ডার ছিটকে দিয়ে মেসি তিন-চার গোল করছে, এ দৃশ্য দেখতে মুখিয়ে আছি। আর্জেন্টিনাকে জিততে হলে সেটাই করতে হবে। পঞ্চাশ-পঞ্চাশ সিদ্ধান্তগুলো যাবে স্বাগতিকদের পক্ষেই।
ফাইনালের রেফারিং সম্পর্কে চিলাভার্টের ভবিষ্যদ্বাণী

চিলাভার্ট বলেন, সে সেই ম্যাচে যা করেছে, তা ভয়াবহ ছিল। অন্যায্যভাবে সেদিন সে গোমেজকে লাল কার্ড দেখিয়েছিল।’ গোমেজকে সেই লাল কার্ড দেখানো রেফারি এস্তেবান অস্তোজিচকেই দেওয়া হয়েছে ফাইনালের দায়িত্ব, যেখানে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা পরিচালনা করার অভিজ্ঞতাসম্পন্ন রেফারি গিল মানজানো ছিলেন টুর্নামেন্টের রেফারিদের তালিকায়।

তাই তার মনে হচ্ছে ফাইনালে এই অন্যায্য সুবিধাটা পেতে যাচ্ছে ব্রাজিল। তার ভাষ্যে, মেসির দল আর সতীর্থদেরকে ব্রাজিল, নেইমার, ভিএআর, ও রেফারিকে হারানোর জন্য প্রস্তুত থাকতে হবে। এজন্যে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ সংস্থা কনমেবলকে রীতিমতো দুর্নীতিগ্রস্থ বলেও আখ্যা দিয়ে চিলাভার্ট বললেন, করাপ্টবল জঘন্য এক প্রতিষ্ঠান।

কনমেবলের বিপক্ষে এমন মন্তব্য অবশ্য নতুন কিছু নয়। গেল আসরের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের নিশ্চিত দুটো পেনাল্টি আবেদন নাকচ হয়েছিল সেদিন, যার প্রথমটা থেকে বিল্ড আপেই মেসিরা হজম করেছিলেন প্রথম গোলটা। এরপর মেসি নিজে কনমেবলকে একহাত নিয়েছিলেন। বলেছিলেন, ব্রাজিলের হাতে শিরোপা তুলে দিতে সব যোগাড়যন্ত্র সেরে রেখেছে কনমেবল।

চিলাভার্ট বলেন, তিনটা কিংবা চারটে ডিফেন্ডার ছিটকে দিয়ে মেসি তিন-চার গোল করছে, এ দৃশ্য দেখতে মুখিয়ে আছি। আর্জেন্টিনাকে জিততে হলে সেটাই করতে হবে। পঞ্চাশ-পঞ্চাশ সিদ্ধান্তগুলো যাবে স্বাগতিকদের পক্ষেই। এজন্যে মেসিদেরকে নিজেদের সামর্থ্যের দশগুণ বেশি ঢেলে দিতে হবে, মনে করেন এই কিংবদন্তি। জিনিয়াস মেসি ও তার দলকে সেদিন নিজেদেরকে হাজারভাগ ঢেলে দিতে হবে।