ফাইনালে যাওয়ায় আর্জেন্টিনাকে অভিনন্দন জানালেন প্রতিমন্ত্রী পলক

৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো লিওনেল মেসির দল। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হলো আর্জেন্টিনা।

এদিকে চলতি কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা জয় লাভ করায় অভিনন্দন জানিয়েছেন বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার (৭ জুলাই) তার ভেরিফাইড ফেসবুক পেইজের প্রতিমন্ত্রী পলক লিখেছেন, ”অভিনন্দন আর্জেন্টিনা”

প্রসঙ্গগত, ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে লড়াই করে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র। খেলা গড়াল টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনার জয়ের নায়ক হয়ে গেলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দিলেন তিনি।

সে সঙ্গে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা।