বৃহস্পতিবার দেশে আসছে অস্ট্রেলিয়া

আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দু’দলের মাঠের লড়াই শুরু হতে ৭ দিন সময় থাকলেও এখনো ঢাকায় নেই কোন দলই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে এখনো সেখানেই অবস্থান করছে স্বাগতিক বাংলাদেশ দল। ওই দল নিয়েই অজিদের বিপক্ষেও খেলবে টাইগাররা। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

গত সোমবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজটা ২-১ এ জিতে নিয়েছে অ্যালেক্স ক্যারির দল।

জানা গেছে, অস্ট্রেলিয়ার নিয়মিত টি-টোয়েন্টি স্কোয়াডের বেশ কজন সদস্য আসবেন না বাংলাদেশ সফরে। শেষ দিকে ইনজুরির শিকার হয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও।

ঢাকায় আসার পর তিন দিন কোয়ারেন্টাইনে থেকে ৩ আগস্ট টিম বাংলাদেশের সঙ্গে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে অসিরা। এরপর ৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ। তারপর একদিন বিরতি। আবার ৬ ও ৭ আগস্ট পরপর দুদিন আরও দুটি ম্যাচ। পরে ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট সফরের শেষ ম্যাচ।

অস্ট্রেলিয়ান বোলারদের তোপে ৪৫.১ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় উইন্ডিজদের ইনিংস। বোলাররাই সফরকারীদের জয়ের ভিত গড়ে দেন। এভিন লুইস ৫৫, ড্যারেন ব্র্যাভো ১৮, শাই হোপ ১৪, আলজারি জোসেফ ১৫, পোলার্ড ১১ রান করেন। অস্ট্রেলিয়ার পেসারদের মধ্যে মিচেল স্টার্ক ৪৩ রানে ৩টি উইকেট নেন।

জবাবে ৩০.৩ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ৯৯ রানে ৪ উইকেট পড়ার পর ম্যাথু ওয়েড-অ্যাস্টন অ্যাগার দলের হাল ধরেন। তারা অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। ওয়েড অপরাজিত ৫১, অ্যাস্টন অ্যাগার অপরাজিত ১৯, মিচেল মার্শ ২৯, অ্যালেক্স ক্যারি ৩৫, জশ ফিলিপি ১০ রান করেন।