বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি বন্ধ

বৈরী আবহাওয়ায় পদ্মার নদী উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির কর্মকর্তা মো. সাফায়েত আহম্মেদ জানান, সকাল থেকে ৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। কিন্তু বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। একইসঙ্গে স্রোতের তীব্রতাও বৃদ্ধি পাওয়ায় ঢেউ ও স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল ব্যাহত হওয়ায় ফেরি বন্ধ রাখা হয়েছে।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটের উভয় প্রান্তে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।