ব্রাজিলের গোলপোস্টের জাল কেটে আনলেন ডি মারিয়া

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ১৫ বারের মত শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রবিবার ভোরের ফাইনালে নেইমারদের ১-০ গোলে হারিয়েছে তারা। ফাইনালে ২২ মিনিটের সময় গোল করে আর্জেন্টিনার জয়ের নায়ক ডি মারিয়া। ম্যাচ শেষে ব্রাজিলের গোলপোস্টের জাল কেটে নিয়ে আসলেন ডি মারিয়া।

ফাইনালে গোলপোস্টের জাল কাটার রীতি রয়েছে জয়ী দলের। সেই কাজটি ভালোভাবেই সারলেন ডি মারিয়া। ম্যাচের ২২তম মিনিটে ব্রাজিলের জালে ঝরান এই পিএসজি তারকা। বলটি জালের যে জায়গায় গিয়ে লেগেছিল সেই অংশটুকু কেটে দেশে নিয়ে আসেন আর্জেন্টিনার এই পারফেক্ট-ইলেভেন।

টুর্নামেন্টে চার গোল ও পাঁচ অ্যাসিস্ট করা মেসিকে ছাপিয়ে ফাইনালে নায়ক হয়েছেন ডি মারিয়াই। তার গোলই ২৮ বছর পর শিরোপা স্বাদ এনে দিয়েছে আর্জেন্টিনাকে। তার কল্যাণেই সময়ের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত লিওনেল মেসির হাতে ট্রফি উঠেছে। তাই সেই স্মরণীয় গোলের গোলপোস্টের জালটি তিনি কেটে আনতেই পারেন!