ব্রাজিল–আর্জেন্টিনার খেলা দেখে যেতে পারলেন না রাণী রাসমণি!

রানী রাসমণি সিরিয়ালটি বাঙালি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। দীর্ঘ ৩ বছর ধরে দর্শকদের একইভাবে বিনোদন দিয়ে আসছে সিরিয়ালটি। সিরিয়ালে মূল চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অল্প বয়সেই কিশোরী রানি রাসমণি থেকে বর্তমানে বয়স্কা রানিমাও চরিত্রে দিতিপ্রিয়ার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

বৃহস্পতিবার (০৮ জুলাই) ছিল রানীমার শেষ পর্ব। দীর্ঘ চার বছরের কাছাকাছি একটি পরিবারের মত হয়ে গিয়েছিল গোটা টিম। রানী রাসমনি মারা যাওয়ার পর সামাজিক মাধ্যমে মন্তব্যের ঝড় তুলেছে নেটাগরিকরা।

দেশে যে কত রসিক মানুষ আছেন, তা বোঝা যায় ফেসবুক পেজের বিভিন্ন পোস্টের নিচে পাঠকের মন্তব্য দেখলে। কিছু মন্তব্য পড়লে হাসতে হাসতে পেটে খিল লেগে যাওয়ার দশা হয়।

প্রিয় পাঠকের সরস এবং তীক্ষ্ণ মন্তব্যগুলো নিয়েই দেশের প্রথম সারির গণমাধ্যমে বাছাই করা দারুণ মন্তব্যগুলো প্রকাশ করা হয়।

ফেসবুকে লুতফুন্নাহার লুমা লেখেন, দুনিয়ায় এই প্রথম কারও মৃত্যু আগেই সবাই কে জানিয়ে আসছে। … কে এই অসাধ্য সাধনের জন্য নোবেল দেন কেউ।

আরও একজন লেখেন, আহারে! ব্রাজিল-আর্জেন্টিনার খেলা না দেখেই মরে গেল।