ব্রাহ্মণবাড়িয়ায় গরু রাখার জায়গা নিয়ে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দুই পক্ষের মারামারি ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত মো. শাহ আলম (৩৫) নামে আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ভাই আলম বাদী হয়ে ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এজহার ভুক্ত আসামী ইসহাক কে গ্রেফতার করে রোববার সকালে জেলা বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন পুলিশ।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর ভূঁইয়া ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সাথে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন শাহ আলম। পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ও পরে কুমল্লিা মেডিক্যাল কলজে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলজে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

কসবা থানার ওসি মো. আলমগীর ভূইয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এজহার ভু্ক্ত আসামী ইসহাককে গ্রেফতার করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যালে মারা গেছে। সেখান থেকে ময়নাতদন্ত সম্পূর্ণ করে পরিবারের কাছে মরদেহ দেওয়া হবে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে। বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।