ভাইভা ছাড়াই ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রাণঘাতী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাক্তার-নার্সরা অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই দেশের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে ভাইভা ছাড়াই দ্রুত চার হাজার ডাক্তার ও চার হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (২৬ জুলাই) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া টিকা কার্যক্রম আরও জোরদার ও গ্রামের বয়স্ক মানুষকে টিকার আওতায় আনারও নির্দেশনা দিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জনগণ লকডাউন মানছে না, যা দুঃখজনক। লকডাউন না মানলে হাসপাতালে জায়গা হবে না। এছাড়া জনসনের ৭ কোটি ডোজ ভ্যাকসিন আগামী বছরের দ্বিতীয় ভাগে আসবে বলেও জানান তিনি।