রেফারির আচরণে ক্ষুব্ধ নেইমার

পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে ১-০ গোলে জিতে মহাদেশীয় আসরটিতে টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিল তিতের শিষ্যরা।

সেই লুকাস পাকুয়েতার গোলেই জয় নিশ্চিত হলো সেলেসাওদের। কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন এই লুকাস পাকুয়েতাই মাঠে নেমে গোল করে জেতালেন দলকে।

ফাইনাল নিশ্চিত হওয়ার পর এখন চূড়ান্ত ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান পিএসজির তারকা ফুটবলার নেইমার। কোপার দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

দলের পারফরম্যান্স নিয়ে খুশি হলেও চিলিয়ান রেফারি তোবারের আচরণে অসন্তুষ্ট নেইমার। রেফারি সম্পর্কে নেইমার বলেন, রেফারি হিসেবে সে এমনটা করতে পারে না। সে যেভাবে খেলোয়াড়দের দিকে তাকিয়েছে এবং কথা বলেছে তাতে তার প্রতি সম্মান থাকে না।

নেইমার আরও বলেন, সে আক্রমণাত্মক থাকায় আমি ম্যাচের শুরু থেকেই তার সাথে কথা বলতে যাই। তার এই উগ্র মেজাজে মনে হয় না সে কোপার সেমিফাইনালে রেফারি করার যোগ্যতা রাখে।