সর্বাত্মক লকডাউনে শপিংমলসহ সকল দোকান বন্ধ

করোনাভাইরাসের মৃত্যু থাবা থেকে রক্ষা পাচ্ছে না কেহই। কিছু মানুষের স্বাস্থ্যবিধি না মেনে চলায় দিন দিন আরও ভয়ংকর হচ্ছে করোনা। এতে বাড়ছে সংক্রমন ও মৃত্যু ঝুকি।

প্রাণঘাতী করোনা প্রতিরোধে ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করছে সরকার।

আজ সোমবার (৫ জুলাই) বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

পূর্বের প্রজ্ঞাপনে বলা আছে, সর্বাত্মক লকডাউনে শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে।