স্বপ্নের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে উপনীত হলো কোপা আমেরিকার এবারের আসর। স্বপ্নের ফাইনালে আগামীকাল ব্রাজিলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে আগামীকাল রবিবার (১১ জুলাই) সকাল ৬ টায়।

ব্রাজিল-আর্জেন্টিনা দৈরথ মানেই যেন উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। হোক সেটা প্রীতি ম্যাচ বা কোন প্রতিযোগিতার লড়াই, আর লড়াইটা যদি হয় কোন বড় আসরের ফাইনাল তাহলে তো কথায় নেই।

ব্রাজিল-আর্জেন্টিনা সর্বশেষ কোন ফাইনালে মুখোমুখি হয়েছিলো ১৪ বছর আগে। সেবারও এই কোপার ফাইনালেই মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে শেষ হাসি হেসেছিলো ব্রাজিল। তরুণ মেসি সাক্ষী হয়েছিলেন দলের অসহায় আত্মসমর্পণের। আবার যখন কোপা আমেরিকার ফাইনালে কাল মাঠে নামবে দুই দল, ২২ ফুটবলারের মধ্যে সবার সেরা হয়েই নামবে সেই মেসি।

গ্ৰুপ পর্বের ৪ ম্যাচে ৩ জয় আর ১ ড্র নিয়ে সেরা হয়েই শেষ আটে নাম লেখায় ব্রাজিল। কোয়ার্টারে চিলিকে ১-০ গোলে পরাজিত করে সেলেকাওরা। সব শেষ সেমিফাইনালে পেরুকেও একই ব্যবধানে পরাজিত করে তিতের শিষ্যরা। এবারের আসরে সর্বমোট ১২টি গোল করেছে ব্রাজিল, পক্ষান্তরে হজম করেছে মাত্র ২টি গোল। ব্রাজিলের পক্ষে সবচেয়ে বেশি ২টি করে গোল করেছেন নেইমার ও পাকুয়েটা।

ব্রাজিলের মতো গ্ৰুপ পর্বের সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে আসে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারানোর পর সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় আলবেসিলেস্তেরা। আর্জেন্টিনার পক্ষে সবচেয়ে বেশি ৪টি গোল করেছেন দলটির সেরা তারকা লিওনেল মেসি। সেই সাথে করেছেন আরও ৫টি অ্যাসিস্ট। ৩টি গোল করেছেন লাউতারো মার্টিনেজ।

ব্রাজিলের মতো গ্ৰুপ পর্বের সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে আসে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারানোর পর সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় আলবেসিলেস্তেরা। আর্জেন্টিনার পক্ষে সবচেয়ে বেশি ৪টি গোল করেছেন দলটির সেরা তারকা লিওনেল মেসি। সেই সাথে করেছেন আরও ৫টি অ্যাসিস্ট। ৩টি গোল করেছেন লাউতারো মার্টিনেজ।