হেলেনা জাহাঙ্গীর সম্মানিত ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ সংগ্রহ করতেন: র‍্যাব

সদ্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর সম্মানিত ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ সংগ্রহ করতেন বলে জানিয়েছে র‍্যাব।

আজ শনিবার (৩১ জুলাই) দুপুরে র‍্যাব হেডকোয়ার্টারে আয়োজিত ব্রিফিংয়ে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান।

খন্দকার আল মঈন বলেন, প্রাথমিকভাবে হেলেনা জাহাঙ্গীরে বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ ও টেলিযোগাযোগ আইনে আলাদা একটি মামলা হয়েছে।

খন্দকার আল মঈন আরও বলেন, জয়যাত্রা টিভি থেকে অনেককে চাকরিচ্যুত করেছেন কোনো ধরনের বেতন ছাড়া। এছাড়া, হেলেনা জাহাঙ্গীর প্রতিনিধি নিয়োগে চাঁদা সংগ্রহ করতেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়। তার বিরুদ্ধে যারা নেতিবাচক মন্তব্য করতেন তাদেরকে সামাজিক মাধ্যমে নানাভাবে হেয় করতো বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। আদালতে পুলিশের তরফ থেকে হেলেনার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।