দীর্ঘদিন ধরেই তালেবান সরকার আফগানিস্তানের রাজধানী কাবুলের পাসপোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ রেখেছে। বন্ধ পাসপোর্ট বিভাগ খোলার জন্য বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা।
নতুন খবর হচ্ছে, আফগানিস্তানে নারী বিষয়ক মন্ত্রণালয় বাতিল করে দিয়েছে তালেবান সরকার। আজ শুক্রবার কাবুলে মন্ত্রণালয়ের ভবনে নারীদের সব চিহ্ন মুছে দিয়ে সেখানে তালেবানের নৈতিক পুলিশের চিহ্ন প্রতিস্থাপন করেছে শ্রমিকরা। বিভাগটির সাবেক নারী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, তাদের ভবনের বাইরে তালা দেওয়া হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি।
প্রকাশিত ছবি এবং রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি দারি এবং আরবি মিশ্রিত চিহ্ন দ্বারা আচ্ছাদিত ছিল। শুক্রবার সেখানে ‘প্রার্থনা ও নির্দেশনা মন্ত্রণালয় এবং পুণ্যের প্রচার এবং অনৈতিকতা প্রতিরোধ’ লেখা দেখা গেছে।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনের বাইরে অবস্থানরত নারী কর্মীরা বলছেন, তারা গত কয়েক সপ্তাহ ধরে কাজ করতে আসার চেষ্টা করছেন। কিন্তু প্রতিবারই তাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দিচ্ছে তালেবান। বৃহস্পতিবার ভবনের গেটগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়।