বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে তামিম অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
এভারেস্ট প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ব্যাটিং পাওয়া হয়নি তামিম ইকবালের। বৃষ্টির বাগড়ায় ম্যাচ হলে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয় ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স ও পোখারা রাইনোসকে।
ইপিএলে প্রথম ম্যাচে টস জিতে আগে তামিম ইকবালের ভাইরাহাওয়াকে বোলিংয়ে পাঠায় পোখারা রাইনোসের অধিনায়ক বিনোদ ভাণ্ডারী। টস হেরেও বেশ উড়ন্ত শুরু করে ভাইরাহাওয়ার বোলাররা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই রিচার্ড লেভির উইকেট তুলে নেন ধামিকা প্রসাদ।
৯ রানে দ্বিতীয় উইকেট পড়লে মাত্র তিন রানের ব্যবধানে আরও তিনটি উইকেট হারায় পোখারা রাইনোস। ১২ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লে পোখারার হয়ে হাল ধরেন গুনারত্নে ও বিবেক যাদব। এ দুজনের ২৮ রানের জুটি ভাঙেন তামিম ইকবাল। শর্ট থার্ড ম্যান থেকে তার করা অসাধারণ থ্রোতে সাজঘরে ফিরেন ১৬ বলে ২৩ রান করা গুনারত্নে।
সঙ্গীর অভাবে বিবেক একাই লড়াই করেন। দল যখন ৭ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে তখনই বৃষ্টির বাগড়ায় বেশ কতক্ষণ বন্ধ থাকে ম্যাচ। তবে পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে গড়ায়নি। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স ও পোখারা রাইনোস।