দেশের জনপ্রিয় ই-কমার্স সাইট ইভ্যালির ‘হাজার কোটি টাকা দেনা’ রয়েছে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে গণমাধ্যকে এই তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কমান্ডার খন্দকার আল মঈন।
এ সময় তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদের হাজার কোটি টাকার দেনার কথা জানান। ইভ্যালির দায় ও দেনা সম্পর্কে নানা প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইভ্যালির দায় ছিল ৪০৩ কোটি টাকা, যেখানে তাদের সম্পদ ছিল ৬৫ কোটি টাকা। বিভিন্ন সংস্থার এসব প্রতিবেদনের বিষয়ে গ্রেপ্তারকৃত রাসেল আমাদের কোনো সদুত্তর দিতে পারেন নাই।’
খন্দকার আল মঈন বলেন, ‘কোম্পানি (ইভ্যালি) তার প্রতিষ্ঠালগ্ন থেকে একটি লোকসানি কোম্পানি। কোনো ব্যবসায়িক লাভ এ যাবত তিনি করতে পারেন নাই। গ্রাহকদের অর্থ যাবতীয় ব্যয় নির্বাহ করতেন তিনি। ক্রমে ক্রমে তার দেনা বৃদ্ধি পেয়েছে। ‘
এ সময় র্যাব কর্মকর্তা মঈন জানান, গ্রেপ্তারকৃত রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ইভ্যালির অ্যাকাউন্টে বর্তমানে ৩০ লাখ টাকা রয়েছে। এছাড়া কয়েকটি গেটওয়েতে ৩০ থেকে ৩৫ কোটি টাকা,যা গ্রাহকদের।