এবার স্প্যানিশ লা লিগার ম্যাচে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্ল্যাংকসরা। সেই সাথে দখলে নিয়েছে লিগ টেবিলের শীর্ষস্থানও।
এদিকে নতুন মৌসুমে দারুন ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। আর ছন্দে থাকা রিয়াল কতটা ভয়ানক সেটা যেন হারে হারে টের পেল মায়োর্কা। গত রাতের ম্যাচে তাদের জালে গুনে গুনে ছয়বার বল পাঠিয়েছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের জন্য অপেক্ষা করতে হয় মাত্র ৩ মিনিট। করিম বেনজামা গোল করে এগিয়ে দেন রিয়ালকে। এরপরই শুরু হয় এসেন্সিও ম্যাজিক। ম্যাচের ২৪তম মিনিটে প্রথম গোলটি করেন এই স্প্যানিয়ার্ড।
জোড়া গোল হজমের পর একটি গোল পরিশোধ করে মায়োর্কা। কিন্তু সেই পর্যন্তই। এরপর কেবল রিয়ালের গোলগুলোই দেখতে হয় তাদের। ২৫তম মিনিটে মায়োর্কার গোলের চার মিনিট পর ফের গোল করেন এসেন্সিও। বিরতি পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ।
এদিকে বিরতির পর ৫৫তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন স্প্যানিশ এই তারকা। ৭৮তম মিনিটে বদলি হওয়ার আগে আরও একবার গোল করেন বেনজামা। ৮৪তম মিনিটে বদলি হিসেবে নামা ইসকো গোল করে হাফ ডজন পূর্ণ করেন।