চলতি বছরের আগামী নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত বছরের মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটাই হতে যাচ্ছে সালমা-জাহানারাদের প্রথম কোন আন্তর্জাতিক এসাইনমেন্ট। আগামী ২০২২ নারী বিশ্বকাপ বাছাইপর্বের আগে প্রস্তুতি নিতেই এই সফরের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রাণঘাতী করোনার কারণে বারবার পেছানোর পর আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ১০ দল অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। জিম্বাবুয়ে সফর শেষে ৪ অথবা ৫ নভেম্বর বাছাইপর্বের জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে নারী ক্রিকেটাররা।
এদিকে জিম্বাবুয়ের সফরের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবি’র নারী ক্রিকেট উইং প্রধান শরিফুল আলম চৌধুরী নাদেল।
এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড এই সিরিজ নিয়ে আলোচনা করেছে এবং বিশ্বকাপ বাছাইয়ের আগে একটা ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্বকাপ বাছাই ওয়ানডে ফরম্যাটে হবে বলেই আমরা শুধুমাত্র ওডিআই ম্যাচ খেলবো এবং বাছাইয়ের আগে ম্যাচের সময় পাওয়ার ক্ষেত্রে এটি আমাদের দলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক অনুশীলন হিসেবে কাজ করবে।’