আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। তারই সাথে এবার বিশ্বকাপের পর কোচিং থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কোহলির পছন্দের কোচ রবি শাস্ত্রী। ভারতীয় গণমাধ্যমের খবর ভারতের নতুন কোচ হতে পারেন কোহলির অপছন্দের অনিল কুম্বলে।
এদিকে বিরাট কোহলির সঙ্গে অনিল কুম্বলের একেবারে বনিবনা হয়নি। কোহলির জন্যই হেড কোচের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল কুম্বলেকে। আর কোহলি চেয়েছিলেন বলেই বিসিসিআই রবি শাস্ত্রীকে ২০১৭ সালে হে়ড কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন। সেই সময়ে খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছিল কুম্বলের। এই ঘটনার চার বছর পর হেড কোচ হিসেবে কুম্বলেকেই চাইছে বিসিসিআই। এমনটাই দাবি ভারতের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের।
এদিকে অনিল কুম্বলেকে নিয়ে কোহলির নিঃসন্দেহে বড় আপত্তি রয়েছে। কিন্তু এখন যা গতিপ্রকৃতি তাতে ভারত অধিনায়ক বেশ চাপেই রয়েছেন। কোহলির উপর চাপ বাড়াতেই কি কুম্বলেকে ফিরিয়ে আনার কথা ভাবছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড? শোনা যাচ্ছে, সৌরভ নাকি নিজেই চাইছেন কুম্বলেকে ফিরিয়ে আনতে।
তাছাড়া কোহলি ইতিমধ্যে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হত। সেটা ভারত অধিনায়ক ভাল করেই জানতেন। সে কারণেই আগে থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি। গুঞ্জন আছে, একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকেও সরানো হতে পারে কোহলিকে।
এদিকে বিরাটের কিছু সিদ্ধান্ত বিসিসিআই-এর একদমই পছন্দ হয়নি। যেমন পুরো ইংল্যান্ড সিরিজে অশ্বিনের মতো বোলার দলে থাকা সত্ত্বেও তাঁকে খেলাননি কোহলি। নিজের ইচ্ছে মতোন চলেন তিনি। এই সব কারণেই নাকি কোহলির উপর বেশ বিরক্ত বোর্ড। সেই কারণেই কি কুম্বলেকে এনে কোহলিকে চাপে রাখতে চাইছে বিসিসিআই?
কুম্বলের আগে নাকি বিসিসিআই মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ এবং শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার মাহেলা জয়বর্ধনেকে ভারতীয় দলের হেড কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু জয়াবর্ধনে নাকি শ্রীলঙ্কা টিম এবং মুাম্বই ইন্ডিয়ান্সের বাইরে আপাতত অন্য কোনও দলের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন না বলে জানা গিয়েছে।