কথায় বলে, রাখে আল্লাহ মারে কে! বাঁচা মরার মালিক একমাত্র আল্লাহ্। তিনি চাইলে বাঁচাতেও পারেন আবার মারতেও পারেন।
নতুন খবর হচ্ছে, ক্লাস চলাকালে সিলিং ফ্যান মাথার ওপর পড়ে গুরুতর আহত হয়েছেন প্রশিক্ষণার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা নাসরিন (৩৫)। তাকে জামালপুর ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে জামালপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত শামীমা নাসরিন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
পিটিআই সূত্র জানায়, পিটিআইয়ের হলরুমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম শিফটের ক্লাস চলাকালে আজ শনিবার দুপুর ১টার দিকে আকস্মিক একটি সিলিং ফ্যান প্রশিক্ষণার্থী শামীমা নাসরিনের মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় অন্যান্য প্রশিক্ষণার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তারা শামীমা নাসরিনকে দ্রুত জামালপুর সদর হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষণার্থী একজন শিক্ষক শনিবার রাতে জানান, গুরুতর আহত শিক্ষিকা শামীমা নাসরিনের সিটিস্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা করাতে হবে। তাই তাকে শহরের বেসরকারি শাহজামাল (রহ.) জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মাথার আঘাতের স্থান সিটিস্ক্যান করার বিষয়টি প্রক্রিয়াধীন। সিটিস্ক্যান প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসকরা বলতে পারবেন যে তার পরবর্তী চিকিৎসার পদক্ষেপ কি হবে।
এদিকে ভয়াবহ দুর্ঘটনার পরও শনিবার বেলা ৩টার দিকে পিটিআইয়ের দুর্ঘটনাস্থলে ক্লাসে নিতে দেখা গেছে। প্রশিক্ষনার্থীদের দাবি, ক্লাসরুমের আসবাবপত্র বেশ পুরনো। এ বিষয়ে বারবার অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে ন। প্রশিক্ষকদের হাতে মার্কসহ সম্পূর্ণ ক্ষমতা থাকায় মুখ খুলতে পারেন না প্রশিক্ষণার্থীরা।