নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।
নতুন খবর হচ্ছে, বেশ নাটকীয়ভাবেই জেমি ডের জায়গায় অস্কার ব্রুজোনকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। জেমি ডে’কে বরখাস্তও করা হয়নি। তিনি আছেন ছুটিতে। এবার জানা গেল, জেমি ডে’র ওপর অনেকদিন ধরেই মহাবিরক্ত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। নেপালে ও কিরগিজস্থানে সর্বশেষ দুটি তিন জাতি সিরিজে জাতীয় দলের ব্যর্থতায় সালাউদ্দিন ভীষণ ক্ষুব্ধ হয়েছেন।
কিরগিজস্তান থেকে ঢাকায় ফিরে কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘বাংলাদেশ এত খারাপ খেলা দল নয়।’ এরপর আজ শনিবার জেমি ডে ইস্যু নিয়ে সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘জেমি এখনও আমাদের চুক্তিবদ্ধ কোচ। আপাতত তাকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। তার কাজকর্মে আমি হতাশ ছিলাম। তারপরও তাকে অনেক সুযোগ দিয়েছি। কিন্তু সে ব্যর্থ হয়েছে।’