নিউজিল্যান্ডের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন বাবর আজমরা

প্রায় দেড় যুগ পর পাকিস্তানের মাটিতে পা রেখেছিল নিউজিল্যান্ড দল। রাওয়ালপিন্ডিতে আজ শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে।

জানা যায়, টসের জন্য নির্ধারিত সময়ের মধ্যে দুই দল মাঠে না আসায় শঙ্কা দেখা যায়। সময় গড়ালেও দুই দল হোটেলেই অবস্থান করছিল। শেষমেশ বাংলাদেশ সময় ৩ টা ৩০ এ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট জানায় শুধু এই ওয়ানডে নয়, গোটা সফরই পরিত্যক্ত হয়েছে।

মূলত নিউজিল্যান্ড সরকারের সিকিউরিটি অ্যালার্ট পেয়েই সফর পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট। পাকিস্তানে থ্রেট লেভেল বৃদ্ধি পাবার পর নিউজিল্যান্ড সরকার এনজেডসি সিকিউরিটিকে পরামর্শ দেয়। যার ভিত্তিতে ব্ল্যাকক্যাপসরা এই সফর চালিয়ে নিতে অস্বীকৃতি জানায়। এই মুহূর্তে নিউজিল্যান্ড দলকে দেশে ফিরিয়ে নেবার প্রস্তুতি শুরু হয়েছে।

ক্ষোভে ফুটছে পাকিস্তানের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পিসিবি প্রেসিডেন্ট রমিজ রাজা, অধিনায়ক বাবর আজম, শহীদ আফ্রিদিরা জানিয়েছেন প্রতিক্রিয়া,