বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে আল-আমিন
অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে,টি-টোয়েন্টিতে জাতীয় দলের অন্যতম হাতিয়ার আল আমিন। পরিসংখ্যান সবসময়ই কথা বলবে ডেথ ওভারে বাংলাদেশের অন্যতম সেরা এই পেসারের পক্ষে। ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে ৪৩ টি উইকেট নিয়েছেন আল আমিন। গুরুত্বপূর্ণ সময় উইকেট এনে দিয়েছেন দলকে।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে খেললেও টেস্ট ও ওয়ানডেতে অনিয়মিত আল আমিন। তবে ইনজুরির কারণে গত জুনে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাটিতেও খেলা হয়নি আল আমিনের।
জাতীয় না থাকার কষ্ট প্রসঙ্গে আল আমিন বলেন, ‘এটা তো অবশ্য পোড়ায়। টি-টোয়েন্টি হলেই আগে প্রথম পছন্দ ছিলাম। সেক্ষেত্রে এখন যেকোনো কারণে দলের সঙ্গে নেই। চেষ্টা করছি ওগুলো চিন্তা না করে সামনে কীভাবে এগিয়ে নেওয়া যায়, নিজেকে আরও সুপারফিট করে বা বোলিংয়ের বিশেষ করে টি-টোয়েন্টি বোলিংয়ে ইয়র্কার, স্লোয়ার বা বাউন্সার যেগুলো দিয়ে ব্যাটসম্যানকে পরাস্ত করা যায় সে জিনিসগুলো নিয়েই বেশি বেশি কাজ করছি।’
আপাতত বড় কয়েকটি সিরিজ মিস করলেও মানসিকভাবে পিছু হটছেন না আল আমিন। আগামী ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ফিটনেসের উন্নতি করে জাতীয় ক্রিকেট লিগের মাধ্যমে খেলায় ফিরতে চান তিনি।
আল আমিন বলেন, ‘এখন প্রধান লক্ষ্য, যেহেতু ৪-৫ মাস ক্রিকেটের বাইরে ছিলাম আমাদের সামনে ন্যাশনাল লিগের খেলা আছে, ফিটনেস টেস্ট আছে বা ফিটনেসটা আরও কিভাবে ভালো করে জাতীয় লিগ দিয়ে কামব্যাক করা যায় সেই চেষ্টা করছি।