শেষপর্যন্ত আজ নিউজিল্যান্ড দলের আকস্মিক সফর বাতিল যেন সবকিছুতে জল ঢেলে দিল! আজ শুক্রবার ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে পুরো সিরিজ স্থগিত করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট।
এই খবর প্রকাশিত হতেই বিশ্ব ক্রিকেটাঙ্গনে তোলপাড় শুরু হয়ে যায়। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে এই ঘটনায় খুব মর্মাহত।
তিনি টুইটারে লিখেছেন, ‘পাকিস্তান সফর স্থগিত করে নিউজিল্যান্ডের দেশে ফিরে যাওয়াটা অনেক বড় খবর। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য খারাপ লাগছে। নিরাপত্তার হুমকির ব্যাপার হওয়ায় এই ঘটনা অন্য দলের পাকিস্তান সফরের ওপরও প্রভাব ফেলবে।’
এদিকে হার্শা ঠিকই আন্দাজ করেছেন যে, এই নিরাপত্তা ইস্যুর কারণে ভবিষ্যতে অন্যান্য দল পাকিস্তান সফরে যাওয়া নিয়ে অনাগ্রহ দেখাতে পারে। তাহলে আবার সেই অন্ধকারে হারিয়ে যাবে পাকিস্তানের ক্রিকেট।
এজন্যই হয়তো শোয়েব আখতার লিখেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড!’
শুধু পাকিস্তানিরা নয়; সিরিজ বাতিল হওয়ায় হতাশ কিউই পেসার মিচেল ম্যাকক্লাঘানও, ‘পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে সংশ্লিষ্ট সবার জন্য ভীষণ খারাপ লাগছে। এটা দারুণ একটা সিরিজ হতে পারত।’