এবার এইচপি দলের বিপক্ষে ভালো শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। গতকাল চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে ৯৬ রানের ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট করেছেন টানা পাঁচ ঘণ্টা বা ৩০২ মিনিট।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অপরাজিত ছিলেন এই তরুণ ব্যাটসম্যান। জাতীয় দলে ধারাবাহিকতার অভাবে ভূগছেন। সেই ধারাবাহিকতা ফিরে পেতে এইচপির বিপক্ষে ম্যাচ কাজে লাগবে বলে তিনি মনে করেন।
গতকাল ম্যাচ শুরুর আগে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘সামনে পাকিস্তান সিরিজ আছে, চট্টগ্রামে ম্যাচ আছে। এই সিরিজে আমরা যে চার দিনের ম্যাচ খেলব তা চট্টগ্রাম টেস্টে কাজে লাগবে। এতদিন তো সবাই নিজ নিজ বিভাগে আলাদা অনুশীলন করেছি। একসাথে অনুশীলনের সুযোগ ছিল না। আবার একসাথে অনুশীলন করা, এরকম সিরিজ খেলতে পারা আমাদের খেলোয়াড়দের জন্য খুবই ভালো।’
তিনি আরও বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আমরা যারা টেস্ট খেলি বা সাদা বলে কম খেলি তারা একত্রিত হয়ে সিরিজ খেলার সুযোগ পেয়েছি। এটা সবার জন্যই ভালো সুযোগ। লম্বা সময়ের বিরতি ছিল। ম্যাচের মধ্যে আসা খুব জরুরী ছিল। সাধারণত অনেক দিন পর পর টেস্ট খেলি। এক মাস বা ১৫ দিন পরপর খেলি তা না। দুটি টেস্টের মধ্যে বিরতি থাকে। ম্যাচের ভেতরে আসার দরকার ছিল। বিসিবি সেই সুযোগ আমাদের করে দিয়েছে।’