পাকিস্তান- নিউজিল্যান্ড খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।
নতুন খবর হচ্ছে, পাকিস্তান সফর স্থগিত করার সিদ্ধান্তে এখনও কোনো ভুল দেখছে না নিউজিল্যান্ড। হামলার হুমকিতে সিরিজ স্থগিত করে দেশের পথ ধরা কিউরা এখনও স্পষ্ট করে হামলা বা হুমকির ধরন অবহিত করেনি। তবে নিউজিল্যান্ডের বোর্ড বলছে, তাদের পাকিস্তান সফর অব্যাহত রাখার কোনো সুযোগই ছিল না।
গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ওয়ানডে সিরিজ শুরুর প্রাক্বালে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) পাকিস্তান সফর স্থগিতের ঘোষণা দেয়। পাকিস্তানের ক্রিকেট বোর্ড ও প্রধানমন্ত্রী ইমরান খানের আশ্বাসেও মন গলেনি তাদের। ইতোমধ্যে পাকিস্তান ছেড়ে দুবাইয়ে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানালেন, নিতান্ত নিরুপায় হয়েই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা। যদিও এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটকে বড় ধাক্কা দিয়েছে, বিষয়টি মেনে নিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘সফর অব্যাহত রাখার কোনো উপায়ই ছিল না। আমরা মেনে নিচ্ছি, এটা পিসিবির জন্য অনেক কঠিন এক সময়। পেশাদারিত্ব ও যত্নআত্তির জন্য পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ও তার দলকে ধন্যবাদ জানাই। আমি শুধু এটুকুই বলতে পারি- আমাদের পরামর্শ দেওয়া হয়েছিল, এটা দলের জন্য সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য একটি হুমকি।’
নিউজিল্যান্ড এই সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ চিন্তাভাবনা করেছে, তা স্পষ্ট হোয়াইটের কথায়। তিনি জানান, ‘এই সিদ্ধান্ত নেওয়ার আগে নিউজিল্যান্ড সরকারের সাথে বেশ কয়েকবার কথা বলেছি। দুই দেশের প্রধানমন্ত্রীরও কথা হয়েছে। দুর্ভাগ্যবশত, আমাদের যে পরামর্শ দেওয়া হয়েছে, এরপর ঐ দেশে থাকার আর কোনো সুযোগ ছিল না।’