পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

পাকিস্তান- বাংলাদেশ খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করতে চলেছে বাংলাদেশ। প্রথম চক্রে পারফরম্যান্স সন্তোষজনক না হলেও আসন্ন পাকিস্তান সিরিজ দিয়েই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশারের।

রাওয়ালপিন্ডিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে পাকিস্তানের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফাইল ছবি
গণমাধ্যমের সাথে আলাপচারিতায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ভালো করার আশাও ব্যক্ত করেন বাশার। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে এবারের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতি ভালো হতে যাচ্ছে বলেও বিশ্বাস তার।

বাশারের ভাষায়, ‘এবার আমরা প্রস্তুতি নিয়ে নামতে পারছি। আমি আশা করছি এবার ভালোভাবে মৌসুম শুরু করতে পারব। ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ। গতবার সাথে সাথে ফলাফল ভালো হয়নি। পরে আর কামব্যাক করতে পারিনি।’

পাকিস্তানের বিপক্ষে ভালো খেলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো উচিৎ- এমন অভিমত ব্যক্ত করে তিনি বলেন, ‘টেস্ট দলগুলো যথেষ্ট ভালো, প্রতিনিয়ত উন্নতি করছে। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে এক ধাপ এগিয়ে থাকতে হবে। আমরা গতবারের পুনরাবৃত্তি চাই না। চাই এবারের চ্যাম্পিয়নশিপে ভালো করতে। আমরা দেশের মাটিতে খেলতে পারছি, এটা অ্যাডভান্টেজ। যদিও পাকিস্তান খুব ভালো দল। কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময়।’– বলেন তিনি।

জাতীয় দলের কোচিং স্টাফ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকলেও নির্বাচক প্যানেলের দুই সদস্য দৃষ্টি রাখবেন আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। তাই এনসিএলের পারফরম্যান্স পাকিস্তান সিরিজের স্কোয়াড তৈরিতে রাখতে পারে বড় ভূমিকা। জাতীয় লিগকে সামনে রেখে এখন থেকেই তাই নির্বাচকরা ভাবছেন পাকিস্তান সিরিজ নিয়ে।