ফিফা র‌্যাংকিং প্রকাশঃ দ্বিতীয় স্থানে ব্রাজিল, বাংলাদেশের অবনতি

এবার নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। আগের মতো শীর্ষে রয়েছে বেলজিয়াম। নিজেদের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে ব্রাজিলও। তবে বাংলাদেশের অবনমন ঘটেছে। ১৮৮ থেকে এবার নেমে গেলে ১৮৯-তে।

এদিকে ফ্রান্সকে পেছনে ফেলে তিন উঠে এসেছে ইংল্যান্ড। ফ্রান্স চারে ও ইউরো চ্যাম্পিয়ন ইতালি রয়েছে পাঁচে। কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার অবস্থান ছয়ে।

এদিকে আর্জেন্টিনার পরেই রয়েছে পর্তুগাল, স্পেন, মেক্সিকো ও ডেনমার্ক।