নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।
নতুন খবর হচ্ছে, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের কাছে সশরীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম। ফলে নির্বাচনে একক প্রার্থী হিসেবে প্রাণ গোপাল দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
পারিবারিক কারণ দেখিয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে উপনির্বাচনে ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ মনিরুল ইসলাম নিজের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় পার্টির প্রার্থী মো. লুত্ফুর রেজা নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিন্তু ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম গতকাল শুক্রবার সকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে সন্ধ্যায় বলেছিলেন, তিনি নির্বাচন করবেন। দল তাঁকে নির্বাচনে থাকার জন্য বলেছে। এরই মধ্যে আজ সকালে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ প্রার্থী হন তিনজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির প্রার্থী মো. লুত্ফুর রেজা ও ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম। তাঁদের মধ্যে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির মো. লুত্ফুর রেজা নির্বাচন থেকে সরে দাঁড়ান। আজ শনিবার সরে গেলেন ন্যাপের প্রার্থী মো. মনিরুল ইসলাম। এ অবস্থায় প্রাণ গোপাল দত্ত একক প্রার্থী। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ৭ অক্টোবর উপনির্বাচনের ভোট হওয়ার কথা।