বিশ্বকাপের আগে ৩ প্রস্তুতি ম্যাচের চূড়ান্ত সূচি প্রকাশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সূচি চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে টাইগাররা খেলবে তিনটি প্রস্তুতি ম্যাচ। এর মধ্যে দুটি ম্যাচই আন্তর্জাতিক দলের বিপক্ষে। বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ দলের দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর ও ১৪ অক্টোবর। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগে টাইগাররা খেলবে অনানুষ্ঠানিক একটি প্রস্তুতি ম্যাচ। ওমানের সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওমান ‘এ’ দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর, যা খেলে দল ধরবে আরব আমিরাতের ফ্লাইট।

এদিকে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচ খেলে আবারও ওমানে ফিরতে হবে বাংলাদেশ দলকে, কারণ এখানেই বাংলাদেশের প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে নিজ গ্রুপে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারলে বাংলাদেশ দল কোয়ালিফাই করবে সুপার টুয়েলভে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘৩ তারিখ বাংলাদেশ দল দেশ ছাড়বে। ৪ তারিখ ওমানে গিয়ে পৌঁছাবে। একদিন কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করবে।’ এরপর বুধবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।

তিনি আরও বলেন, ‘৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলব। ৯ তারিখ বাংলাদেশ দল আবুধাবিতে চলে যাবে। ওখানে ১২ ও ১৪ তারিখ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ওমানে এসে প্রথম রাউন্ডের ম্যাচগুলো খেলবে।’