পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে ইউনিস খান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, পাকিস্তানের মাটিতে গিয়ে ম্যাচ শুরুর আগমুহূর্তে পুরো সফর বাতিল করায় নিউজিল্যান্ডকে বয়কটের দাবি উঠেছে। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একাংশ মন করেন, বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বয়কট করা উচিত। পিসিবির পক্ষ থেকে অবশ্য আগেই এ ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও এবারের বিশ্বকাপে নিউজিল্যন্ডকে বয়কট করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ইউনিস খান।
নিউজিল্যান্ড পুরো সফর বাতিলের পর ইংল্যান্ডও তাদের সফর বাতিল করে দেয়। এতে পাকিস্তানের ক্রিকেটে এখন ক্ষোভের আগুন জ্বলছে। ইতিমধ্যেই ইংল্যান্ডকে আক্রমণ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। এবার তার থেকে একধাপ এগিয়ে গেলেন ইউনিস খান। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইউনিস খান বলেন, প্রথমে উচিত জাতীয় দলকে সম্মান করা। তারপর অন্য দেশের থেকে সম্মান আশা করতে হবে।
ইউনিসের ভাষায়, ‘এটা কথা কম বলে কাজ করার সময়। এই সময়, আমি মনে করি আমাদের দেখার মত কেউ নেই। মুসলিম হিসেবে আমাদের ভালো ব্যবহার করতে হবে এবং দেশের প্রতিনিধিত্ব করতে হবে। কিন্তু সবার আগে মউ স্বাক্ষর করতে হবে। নিউজিল্যান্ডের নিরাপত্তা সংস্থা যদি মনে করে তাদের উপর হামলার আশঙ্কা আছে তাহলে তারা সিরিজ থেকে বেরিয়ে যেতেই পারে। কিন্তু পাকিস্তানের উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে কি না তা সিদ্ধান্ত নেওয়া।’