বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে তামিম অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, এটা সবাই জেনে গেছে যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবাল খেলছেন না। তিনি নিজেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন। আজ তিনি ইনজুরি কাটিয়ে মিরপুরে অনুশীলনেও ফিরেছেন। শীঘ্রই তিনি চলে যাবেন নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে। সামনে আছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। সম্ভবত ওই আসর দিয়েই বাংলাদেশের ক্রিকেটে বিখ্যাত পঞ্চপাণ্ডবের শেষ চারজন ক্যারিয়ার শেষ করবেন। ক্যারিয়ার থাকাকালীন অন্তত একটা শিরোপা দেখে যেতে চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ আজ রবিবার সন্ধ্যায় অতিথি ছিলেন তামিম। দীর্ঘ আলাপচারিতায় তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপকে আমি মনে করি, আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর বাকি আছে। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের যে অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অবশ্যই সুযোগ আছে।’
তামিমের নেতৃত্বে সর্বশেষ দুটি সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত যদি নেতৃত্ব থাকে, তাহলে তামিম একটা আগাম ঘোষণা দিতে চান, ‘২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই, প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে “আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই” এসব নানা কথা। কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।’