আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট স্কোয়াডে বাংলাদেশ দলে চট্টগ্রামের ক্রিকেটার তামিম ইকবাল না থাকার প্রতিবাদে ‘চাটগাঁইয়া পোয়া নাই. মানিত ন পারির’- (চট্টগ্রামের ছেলে নেই, মানতে পারছি না) শিরোনামে চট্টগ্রামে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ি মোড়স্থ তামিম ইকবালের বাড়ির কাছাকাছি প্রধান সড়কে এই কর্মসূচি পালন করবে ক্রিকেট প্রেমী চট্টগ্রামবাসীর ব্যানারে।
এদিকে মানববন্ধন কর্মসূচির অন্যতম আয়োজক মোহাম্মদ ওমর কাইয়ুম জানান, প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে চট্টগ্রামের কেউ নেই। এটা আমরা মানতে পারছি না।
কৌশলে তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন হবে। এই কর্মসূচিতে চট্টগ্রামের ক্রিকেট প্রেমীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।