মোদির জন্মদিন উপলক্ষে সেকেন্ডে ৭০০ জনকে টিকা দিয়েছে ভারত, আপ্লুত প্রধানমন্ত্রী

এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে নতুন রেকর্ড তৈরি করলো ভারত। দেশটিতে একদিনে আড়াই কোটির বেশি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ৭০০ টিকা দেয়া হয়েছে। এই রেকর্ডের ফলে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের আনন্দ প্রকাশ করেন। খবর আনন্দবাজার পত্রিকার।

গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ৭১ বছরে পা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। দিনটিকে স্মরনীয় করে রাখতে দেশে সর্বাধিক করোনার টিকা প্রদানের রেকর্ড গড়ার পরিকল্পনা করা হয়।

জানা যায়, দুপুর দেড়টার মধ্যেই এক কোটির বেশি টিকা প্রদান সম্পন্ন হয়ে যায়। এতে উৎসাহিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা টুইটে আরও বেশি টিকা গ্রহনের অনুরোধ জানান। এতে বিকেল ৫টার মধ্যে দু’কোটি টিকা প্রদান হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার ভারতে মিনিটে ৪২ হাজার টিকা দেয়া হয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ৭০০ টিকা দেয়া হয়েছে।

এদিকে দেশবাসীর এই সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে তিনি লেখেন, আজকের টিকাগ্রহনের রেকর্ডে প্রত্যেক ভারতবাসী গর্বিত। আমি দেশের চিকিৎসক, গবেষক, প্রশাসনের কর্মীবৃন্দ, নার্স, স্বাস্থকর্মী ও প্রথমসারির করোনা যোদ্ধাদের সাধুবাদ জানাচ্ছি। যারা নিরলস পরিশ্রম করে এটিকে সফল করেছেন। এই প্রক্রিয়াকে আরও জোরদার করে কোভিড-১৯ ভাইরাসকে হারাতেই হবে।