ময়মনসিংহে শিক্ষার্থীদের মেসে মেসে যাচ্ছে পুলিশ

দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৫৮ জনের। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৩৫ জনের। করোনা শনাক্তের হার ৬.৬৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৬১৫টি।

নতুন খবর হচ্ছে, করোনা সংকট ধীরে ধীরে কেটে যাওয়ায় আবারও ফিরে আসছে ময়মনসিংহ নগরীর বিভিন্ন মেসে থাকা স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তবে এসব শিক্ষার্থীরা যেন মেসে অবস্থানকালে মাদক ও চাঁদাবাজির শিকার না হয় এ ব্যাপারে তৎপর হয়েছে কোতোয়ালি পুলিশ। কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ আজ নগরীর একাধিক মেসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

নগরীর কলেজ রোড, সানকীপাড়াসহ বেশ কিছু এলাকায় কলেজপড়ুয়া শিক্ষার্থীদের হোস্টেলে চাঁদা দাবি, স্থানীয়দের মাধ্যমে শিক্ষার্থীদের জোর করে মাদক সেবন করতে বাধ্য করা, মোবাইল ছিনতাইসহ নানা অত্যাচার করছে স্থানীয় ও বহিরাগত বখাটেরা। এ ছাড়াও রয়েছে চুরি, ছিনতাইয়ের অসংখ্য অভিযোগ। প্রতিবাদ করায় মারধরের হুমকির ঘটনাও আছে। এসব রোধে তৎপরতা শুরু করেছে কোতোয়ালি থানা পুলিশ।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, আজকের পর থেকে ছাত্র হোস্টেলে থাকা সকল শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। তিনি মেসের শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে কোতোয়ালি ও ফাঁড়ি পুলিশের সাথে যোগাযোগ করার আহ্বান জানান।