আজ বিকেলে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিনকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। তাদের আপাতত র্যাব সদর দপ্তরে রাখা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাসেলের মোহাম্মদপুরের বাসায় প্রায় ৩ ঘণ্টা অভিযানের পর তাদের গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যেহেতু তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা আছে, এ কারণে ওই মামলায় পুলিশের কাছে সোপর্দ করা হবে। তবে এখন তাদের র্যাব সদর দপ্তরে রাখা হবে।
এদিকে প্রতারণার অভিযোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন।