লিভারপুলের হয়ে একশো গোল করে ইতিহাস গড়লেন সাদিও মানে

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, আগের ম্যাচেই মোহাম্মদ সালাহ ছুঁয়েছেন প্রিমিয়ার লিগে ১০০ গোলের মাইলফলক; আক্রমণভাগে তাঁর সতীর্থ সাদিও মানে পিছিয়ে কেন থাকবেন? প্রিমিয়ার লিগে যদিও ১০০ গোল হতে দেরি আছে মানের, তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে রোববার (আজ) লিভারপুলের জার্সিতে তিনি ছুঁয়ে ফেলেছেন শততম গোলের মাইলফলক। মানের মাইলফলক ছোঁয়ার দিন ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। অপর গোল দু’টি করেছেন মোহাম্মদ সালাহ ও নাবি কেইতা।

২০১৭ সালের পর এই প্রথমবার দুই উইংব্যাক ‘মানিকজোড়’ অ্যান্ডি রবার্টসন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে ছাড়া প্রিমিয়ার লিগে কোন ম্যাচ খেলতে নেমেছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে তাঁদের জায়গায় স্টার্ট করেছিলেন কন্সতান্তিনোস সিমিকাস ও জেমস মিলনার। এই ম্যাচেই লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হয় সেন্টারব্যাক ইব্রাহিমা কোনাটের।

৪২ মিনিটে কর্নার থেকে গোল করে ব্যবধান ১-০ করেন সাদিও মানে; ছুঁলেন লিভারপুলের জার্সি গায়ে ১০০ গোলের মাইলফলক। লিভারপুলের ১৮তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন মানে। শুধু তাই নয়, ক্রিস্টাল প্যালেস যেন দিনদিন প্রিয় প্রতিপক্ষও হয়ে উঠছে তাঁর। এই নিয়ে টানা নয় ম্যাচ তাঁদের বিপক্ষে গোল করলেন মানে। যেটি প্রিমিয়ার লিগে নির্দিষ্ট এক দলের বিপক্ষে টানা সবচেয়ে বেশি ম্যাচ গোল করার রেকর্ডও বটে।